২ দিন ২ রাতের সিলেট ভ্রমন

২ দিন ২ রাতের সিলেট ভ্রমন

Jan 10·3 min read

সিলেট ভ্রমন:
#শাহজালাল মাজার, শাহ পরান মাজার, শাহজালাল বিশ্ববিদ্যালয়, জাফলং,শ্রীমঙ্গল, চা বাগান, মাধবপুর লেক ভ্রমন,,,
#২ দিন ২ রাত
#খরচ : ২৩৩৪ টাকা

চট্টগ্রাম থেকে সিলেট( পাহাড়িকা) — ৩৭৫ টাকা(শোভন চেয়ার)
হোটেল ভাড়া- ৩০০ টাকা( দু রাত)( হোটেল টরেন্টো)
পরের দিন
সকালের নাস্তা — ৩৮ টাকা
( তারপর ক্বীন ব্রীজ, আলী আমজাদের ঘড়ি, সার্কিট হাউস দেখা)
তালতলা পয়েন্ট থেকে শাহজালাল মাজার রিক্সা ভাড়া — ১০ টাকা( জনপ্রতি)
শাহজালাল মাজার থেকে শাহপরান সিএনজি — ৩০ টাকা
শাহ পরাণ থেকে কদমতলি বাস স্ট্যান্ড সিএনজি — ৪০ টাকা
কদমতলি বাসস্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল বিরতীহীন বাসে -১২০ টাকা
( আমরা অবশ্য গাড়ির assistant এর সাথে ভুল বুঝাবুঝিতে শ্রীমঙ্গল ফেলে মিরপুর বাজার পৌছে গিয়েছিলাম, আবার শ্রীমঙ্গল আসতে হয়েছিল ৩০ টাকা দিয়ে, অবশ্য চা বাগান এর সৌন্দর্য দেখতে দেখতে টাকাটা ঠিকই উসুল হয়েছিল)
শ্রীমঙ্গল- মাধবপুর লেক- চা বাগান- নীলকন্ঠ টি কেবিন- শ্রীমঙ্গল সি এনজি রিজার্ভ — ৭০০ টাকা তবে দিয়েছিলাম ৬২০ টাকা- ৩১০ টাকা (জনপ্রতি)
নীলকন্ঠতে সাত রং এর চা + লেবু চা — ৪৮ টাকা (জনপ্রতি)( দুজনে একটা সাত রং এর চা নিয়েছিলাম)

শ্রীমঙ্গল থেকে সিলেট — ১২০ টাকা
কদমতলি বাস স্ট্যান্ড থেকে ক্বীন ব্রীজ সিএনজি -৫ টাকা
তারপর হেটে তালতলা পয়েন্ট
রাতের খাবার-৫০ টাকা
সকালের নাস্তা -৩৮ টাকা
হেটে কদমতলি বাস স্ট্যান্ড
কদমতলি বাস স্ট্যান্ড থেকে জাফলং- ৬৫ টাকা
জাফলং এ নৌকা ভাড়া — ১০ টাকা
জাফলং থেকে কদমতলি বাস স্ট্যান্ড -৬৫ টাকা
কদমতলি বাস স্ট্যান্ড থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় সিএনজি- ৩০ টাকা
শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কদমতলি বাস স্ট্যান্ড — ৩০ টাকা
রাতের খাবার — ৫০ টাকা
কদমতলি রেল স্টেশন থেকে চট্টগ্রাম ( উদয়ন এক্সপ্রেস)- ৩২৫ টাকা (শোভন)
সকালের নাস্তা — ৪০ টাকা
অন্যান্য খরচ ১৫০ টাকা
মোট খরচ: ২৩৩৪ টাকা

বিশেষ দ্রষ্টব্য:
#বাজেট করার সময় ট্রেনে হিজরাদের জন্য আলাদা খরচ যোগ করতে হবে যেটা আমরা করিনি, যাওয়ার সময় হিজারদের কে প্রতি স্টেশন বাবদ ১০ টাকা করে আমাদের জনপ্রতি প্রায় ৭০ টাকা খরচ বেশি হয়েছে। তবে আসার সময় বেঁচে গেছিলাম কারন হিজরাদের লিডারকে আমাদের সিট শেয়ার করতে দিছিলাম, যাতে পরবর্তিতে কোন সমস্যা না হয় সরাসরি ইফেক্ট হচ্ছে ঐ মানুষ টা আমাদের ওনার মানুষ বলে হিজরাদের পরিচয় দেয়ায় আর টাকা নেয় নি আমাদের থেকে, তবে আমরা সিট বাবদ ঐ মানুষ থেকে ৭০ টাকা নিয়ে নি। অবশ্য লিডারটা হিজরা ছিল না, ওনি একজন রেলওয়ের কর্মচারী।
# ভ্রমনে আমরা দুজন ছিলাম, তাই উপরোক্ত সব খরচ দুজনের হিসেবে জনপ্রতি দেয়া হয়েছে। মানুষ বেশি হলে খরচ বেশি হতে পারে।
# আমরা ভ্রমন এর নেশায় থাকায় একদিনও দুপুরের খাবার খাওয়া হয়নি।
#শ্রীমঙ্গলে রিজার্ভ গাড়ির ড্রাইভারের নাম্বার -01727–964250( আবদুল্লাহ) মানুষটা অনেক ভাল।
#সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যেখানেই ভ্রমনে যান না কেন, পর্যটন এলাকা নোংরা করবেন না, এটা আপনার আমার সবার দায়িত্ব।

Thanks to original writer: Wasib Hossain