ঘুরে আসুন সোনাইছড়ি

ঘুরে আসুন সোনাইছড়ি

Feb 10·2 min read

চট্টগ্রাম জেলার মিরসরাই এর হাদি ফকিরহাট এ অবস্থিত সোনাইছড়ি। মিরসরাই এর আরসব ট্রেইল থেকে সম্পূর্ণ ভিন্ন এক ট্রেইল। ঝিরিতো আছেই আর আছে বিশাল বিশাল বোল্ডার আর বাদুইজ্জ্যাকুম। বাদুইজ্জ্যাকুম অংশটুকুতে সূর্যের আলো সহসা পৌছায়না আর দুপাশ থেকে পাহাড়ের দেয়াল যায়গাটাকে আগলে রাখার কারণে অত্যন্ত শীতল এই অংশটুকু। বর্ষাকালে পানির ব্যাপকতার কারণে এই ট্রেইল হয়ে উঠে আরো দুর্গম। বিশাল সব বোল্ডার আর ঝিরি ধরে যেতে থাকলে অনেক সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন আর সেই সাথে হয়ে যাবে ছোটখাটো একটা এডভ্যাঞ্চার ট্রীপ। এই ট্রেইল দিয়ে পুরো হেটে ফটিকছড়ি দিয়েও বের হতে পারেন আবার ছড়া ধরে যেতে থাকলে একটা ছোট প্রপাত এর সামনে পর্যন্ত গিয়েও ট্রেইল শেষ করতে পারেন। তারপর মীরসরাই এর অন্য আরেকটা যায়গাও ঘুরে দেখে ঢাকা চলে আসতে পারেন। একদিনের জন্য এই ট্রেইলটা হতে পারে ছোটখাটো এডভ্যাঞ্চার এর জন্য আদর্শ যায়গা।

যেভাবে যাবেন : ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে নেমে পরুন হাদি ফকিরহাট। মুল রাস্তা থেকে ভেতর দিকে যে রাস্তা গেছে ওটা ধরে এগিয়ে যেতে থাকলে রেললাইন পার হয়ে আরো খানিকটা ভেতরে গেলে স্থানীয় কোন ছোট ছেলেকে নিয়েকে ঘুরে আসতে পারেন এই ট্রেইল থেকে। বড়পাথর বললেও ওরা চিনবে। ২০০-৩০০ টাকা দিয়ে দিন।

যেখানে খাবেন : হাদি ফকির হাট বাজারেই খাবার হোটেল আছে। সকাল ৬ টার আগেই দোকান খোলা শুরু হয়। নাস্তা করে ঘুরে এসে লাঞ্চ করতে পারেন এখানেই।

যেভাবে ফিরবেন : সিতাকুন্ড, মীরসরাই, বারৈয়ারহাট, বড়তাকিয়া, বাশবাড়িয়াতে পরিবহন কাউন্টার আছে। এখান থেকে টিকিট করে ঢাকা ফিরে আসতে পারেন।

পাথুরে রাস্তা আর বোল্ডার গুলো পিছলা থাকে তাই হাটার সময় সতর্কতা অবলম্বন করুন। ট্রেইলে অপচনশীল কিছু ফেলে ট্রেইল নোংরা করবেননা।

#হ্যাপি_ট্রাভেলিং

Original Post Author and Photo Credit : Khoka Babu