স্বপ্নীল সেন্টমার্টিন


Feb 12·3 min read
যেভাবে যাবেন : ঢাকার কলাবাগান/ফকিরাপুল/সায়দাবাদ থেকে বাসে চড়ে টেকনাফ, ভাড়া নন এসি ৯০০ টাকা । প্রায় সব পরিচিত বাস এই এই রুটে চলাচল করে । আমাদের বাস রাত ৮.১৫ মিনিটে সায়দাবাদ থেকে ছেড়ে টেকনাফ পৌছায় সকাল ৭টায়। টেকনাফ থেকে জাহাজে করে সেন্টমার্টিন, ভাড়া ৫৫০ টাকা থেকে শুরু। ঝামেলা এড়াতে ধানমন্ডির কেয়ারি প্লাজা থেকেই কেয়ারি সিন্দাবাদের টিকেট কেটেছিলাম, ভাড়া ওপেন ডেক এ যাওয়া-আসা ৭০০ টাকা। জাহাজ সকাল ৯.৩০ মিনিটে ছাড়ে এবং সেন্টমার্টিন পৌছাতে প্রায় দুপুর ১২টা বেজে যায় ।

কোথায় থাকবেন : থাকার জন্য সেন্টমার্টিন প্রচুর হোটেল/রিসোর্ট রয়েছে। তারপরও যে কোন ছুটির দিনে সেন্টমার্টিন গেলে এবং যদি গ্রুপের সদস্য সংখ্যা বেশি হয় তবে আগে থেকে ই বুকিং দিয়ে যাওয়া ভালো ।
কোথায় খাবেন : সকালে টেকনাফ নেমে ঘাটের নাস্তা করার দোকান পাবেন । কিন্তু এখানকার খাবার তেমন মানসম্মত নয় আর দামও বেশি ( যেমন : ১টি পরোটার দাম ১০ টাকা, খেয়ে মনে হয়েছে রিলিফের আটা দিয়ে বানানো)। সেন্টমার্টিন বাজারের দিকে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট আছে । এদের মধ্যে প্যাকেজ সিস্টেম চালি রয়েছে । প্যাকেজ সিস্টেম এ মাছ/মাংস,আলু ভর্তা,সবজি সাথে ভাত এবং ডাল আনলিমিটেড। মাছ ভেদে প্যাকেজ এর দাম ভিন্ন ভিন্ন হয় : কোরাল ১৩০ টাকা,সুন্দরি ১৫০ টাকা, ফ্লাইং ফিস ১৫০ টাকা ইত্যাদি । এছাড়া প্রায় সব হোটেল/রিসোর্ট এ ই খাবারের ব্যবস্থা আছে এবং সেখানেও প্যাকেজ সিস্টেম আছে। হোটেল অবকাশের খাবার খুব ভালো লেগেছে এবং সেখানে ডিসকাউন্টও ভালো পেয়েছি

। সেন্টমার্টিন এ সব খাবারের ই দাম বেশি তাই খাওয়ার আগে ভালো করে দরদাম করে নিবেন । এখন সেখানে তরমুজ পাওয়া যাচ্ছে, বড় সাইজের তরমুজের দাম ২৫০টাকা, টেস্ট করে দেখতে পারেন।
কোথায় ঘুরবেন : পুরা দ্বীপ ই ঘোরার জায়গা । আলাদা করে ছেড়া দ্বীপ যেতে পাবেন । জেটি ঘাট থেকে ছেড়া দ্বীপ যাওয়ার ট্রলার,গামবোট,স্পিড বোট পাওয়া যায়। যেতে সময় লাগে যান ভেদে ১০-৪০ মিনিট । এছাড়া পশ্চিম বীচ থেকেও ছেড়া দ্বিপ যাওয়ার ট্রলার/গামবোট পাওয়া যায় । আমরা পশ্চিম বীচ থেকেই গামবোটে ছেড়া দ্বীপ গিয়েছিলাম, ভাড়া জনপ্রতি ২৩০ টাকা । ছেড়া দ্বীপ থেকে হেটে ফিরতে পারলে অন্য রকম মজা পাওয়া যায় । এক্ষেত্রে জোয়ার-ভাটার সময় যেনে যাওয়া ভালো । আমরা যখন ফিরছিলাম তখন জোয়ার ছিলো , আগে জানতাম জোয়ার এর সময় হেটে ফেরা যায় না । এখন দেখলাম ছেড়া দ্বীপ-সেন্টমার্টিন এর সংযোগ স্থলে নৌকার ব্যবস্থা রয়েছে ,ভাড়া জন প্রতি ২০টাকা । হেটে ফিরতে চাইলে জোয়ারের সময় নৌকা থাকবে কিনা এই বিষয়টা জেনে যাওয়া ভালো, ছেড়া দ্বীপের দোকানিরাই বলতে পারবেন ।

নিরাপত্তা : দ্বীপ সম্পূর্ণ নিরাপদ, আমরা রাত ৩টা পর্যণ্ত বিচে ছিলাম, কোন সমস্যা হয় নি ।
যা করবেন না : যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না । উচ্চ শব্দে গান বাজিয়ে অন্যদের বিরক্ত করবেন না । সেন্টামার্টিনে সব কিছুর দাম বেশী এটা আগে ই জানা তাই এসব বিষয়ে স্থানীয়দের সাথে বিবাদে না জড়ানো ই উচিত।
ইউটিউব লিংক : https://youtu.be/L_ORvu9NJv4
Original Author : Rakib Apo